দেশব্যাপীস্বাস্থ্য এবং চিকিৎসাসর্বশেষসব খবর

কলাপাড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবান-মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে, সাবান-মাস্ক ও স্যানিটাইজার বিতরন করেছে সরকারি কলেজ ছাত্রলীগ।

২য় দিনের মতন বুধবার দিনভর দিনমজুর, রিক্সা চলক এবং হত দরিদ্র মানুষের মাঝে শহরের বিভিন্ন স্থান ঘুরে এসব পন্য সামগ্রী বিতরন করে। মাস্ক, সাবান, স্যানিটাইজার বিতরন করার পাশাপাশি তারা করোনা ভাইরাস সম্পর্কেও সচেতনতামূলক প্রচারনা চালায়।

এসময় বাংলাদেশ ছাত্রলীগ সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি’ হিরন মিয়া সাধারন সম্পাদক হাসানুজ্জামান (অমি গাজী) সহ-সরকারি কলেজে ছাত্রলীগ এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাত্রলীগ সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি হিরন মিয়া বলেন বাংলাদেশ ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদের নির্দেশে আমরা জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আশা করি এ ধারাবাহিকতা বজায় থাকবে।

সাধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী জানান, মানুষকে সচেতন করার পাশাপাশি প্রাথমিকভাবে আমরা এক হাজার মাস্ক, পাঁচশত সাবান ও দুইশত স্যানিটাইজার বিতরন করেছি,পরবর্তীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।

Total Page Visits: 277 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares