পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নে কাটাখালী গ্রাম লকডাউন ঘোষণা- পুলিশ মোতায়েন
পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নে কাটাখালী গ্রামকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
উপজেলার নির্বাহী র্কমর্কতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান বৃহস্পতবিার (২৬ র্মাচ) রাত ১০টার দিকে ওই গ্রামে গিয়ে লকডাউন ঘোষণা করনে। স্থানীয়রা জানান, গত দু’দিনে মাদারীপুর থেকে ৪২ জনসহ ঢাকা-চট্টগ্রাম থেকে মোট ৬৪ জন র্কমজীবী মানুষ কাটাখালী গ্রামে এসছেনে। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পরে বৃহস্পতিবার (২৬ র্মাচ) রাতে উপজেলার নির্বাহী র্কমর্কতা সরকার মোহাম্মদ রায়হান গ্রামে গেিয় পুরো গ্রামকে লকডাউন ঘোষণা করেন।
এ সময় থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা শখে নাসীর উদ্দনি, উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সেরে অফিসার ডা. রহুল কুদ্দুস ডলার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও সরকার মোহাম্মদ রায়হান জানান, লকডাউন চলাকালে গ্রামের সবাই দুই সপ্তাহের হোম কোয়ারন্টোইনে থাকবেন। এ সময়রে মধ্যে গ্রামরে কেউ বাইরে যেতে পারবে না এবং বাইরে কেউ ওই গ্রামে প্রবশে করতে পারবে না। যদিও প্রাথমকিভাবে আগত মানুষগুলোর মাঝে করোনা আক্রান্ত বা অসুস্থ কাউকে পাওয়া যায়নি।
নির্বাহী র্কমর্কতা সরকার মোহাম্মদ রায়হান আরও জানান, শুক্রবার (২৭ র্মাচ) প্রশাসনের সঙ্গে পরার্মশ করে কী করা যায় সে বষিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর লকডাউন কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) শেখ নাসীর উদ্দনি জানান, লকডাউন চলাকালে শুক্রবার সকাল থেকে গ্রাম পুলিশ মোতায়নে থাকবে। এই সঙ্গে পুলিশ টহল ব্যবস্থা করা হবে। গ্রামে প্রবেশে ও বাইরে পথ বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হবে।
এই প্রথম পাবনার কোনো একটি গ্রামকে লকডাউন করা হলো।
/ শেতার