সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত
সাতক্ষীরায় সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বড় ছোরা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ধুলিহরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ডাকাত অহেদ আলী গাজী (৪৫), ধুলিহরের তমালতলার মৃত নবাত আলী গাজীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ওয়াহেদ আলীর মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শুটারগান ও তিন জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে।
সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, স্থানীয় গ্রামপুলিশ সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওয়াহেদ আলীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। তার বিরুদ্ধে হত্যাসহ ৬টি মামলা রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে কি কারণে কাদের সাথে গুলিযুদ্ধ হয়েছে তার বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানান তিনি । তবে অহেদ আলী গাজী একজন নাম করা ডাকাত।
অতিরিক্ত পুলিশ সুপার সদর ( সার্কেল) মির্জা সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/ এমডিআআ