নাগরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে ফায়ার সার্ভিসের কর্মীদের জীবানুনাষক স্প্রে
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম এর নেতৃত্বে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে জীবানুনাষক স্প্রে করেছে।
শুক্রবার সকাল থেকে এই মহামারী মোকাবিলা করতে শুরু করা হয় এ কর্মসূচী। এছাড়াও পুরো এলাকায় চলছে নিষেধাজ্ঞা। অতি জরুরী প্রয়োজন ছাড়া চলাফেরা সীমিত করা হয়েছে। হাসপাতাল, ক্লিনিক, থানা, ঔষধের দোকান, চাল-ডালের দোকান ছাড়া সকল দোকান বন্ধ রাখা হয়েছে।
ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, আমরা সরকারি নির্দেশনায় জনসাধারনের সুরক্ষায় এ সব পদক্ষেপ গ্রহণ করেছি যা আন্তর্জাতিক ভাবেও নেয়া হচ্ছে। তাই আপনারা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না। করোনা মোকাবিলায় আপনার দায়িত্ব পালন করুন।
/ মোজরলু