করোনা মোকাবেলায় হিজরাদের পাশে দাঁড়ালেন নাগরপুর থানার ওসি
টাঙ্গাইলের নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ করোনা মোকাবেলায় হিজরাদের পাশে দাঁড়ালেন।
শনিবার সকালে উপজেলার সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের হিজরাদের বাড়িতে থাকা নিশ্চিত করতে ওসির বেতনের টাকা থেকে আগামী ১ সপ্তাহের খাদ্য সামগ্রী হাতে তুলে দিয়েছেন। চাউল, ডাউল, লবন, সাবান, তেল, পিঁয়াজ, আলু পুরো এক সপ্তাহের সামগ্রীর প্যাকেট হিজরাদের হাতে তুলে দেন ওসি মো. আলম চাঁদ।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে আজ করোনা ভাইরাসের ভয়ানক চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সবাই যে যার স্থান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ালে কঠিন সময় মোকাবেলা সহজ হবে। তিনি আরও বলেন, আমাদের নাগরপুর থানার সকলেই পর্যায় ক্রমে অসহায় মানুষের পাশে দাঁড়াবে।
/ মোজরলু