নাগরপুরের হাট বাজারে জনসমাগম রুখতে ইউএনও এবং ওসি দৃঢ় সংকল্প
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজারের জন সমাগমস্থলে ইউএনও এবং ওসি উপস্থিত হয়ে হ্যান্ড মাইক দিয়ে কথা বলে বুঝিয়ে বাড়িতে পাঠিয়েছেন।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট এবং বাজার পরিদর্শন করে গনজামায়েত রুখে দিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম এবং অফিসার ইনচার্জ ওসি মো. আলম চাঁদ।
এ সময় তারা উপজেলার গয়হাটা, ভাদ্রা, দপ্তিয়র, সহবতপুরের হাট-বাজেরর আগত লোকজনদের হ্যান্ড মাইক দিয়ে সরকারি নির্দেশনার কথা এবং করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে করনীয় পদক্ষেপ গুলো তুলে ধরেন।
ফলে এসব স্থানে আগত লোকজন তাদের কথায় নিজ নিজ বাড়িতে ফরে যায়।
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, সাংবাদিক ও স্কাউট বৃন্দ।
/ মোজরলু