নাগরপুরে খেটে খাওয়া দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইউএনও
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খেটে খাওয়া দরিদ্রদের মাঝে সরকারি খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম।
শনিবার সকালে করোনা ভাইরাসের সংক্রমণে কাজ বন্ধ রাখায়, উপজেলার ক্ষতিগ্রস্থ দরিদ্র সিএনজি রিক্সা, অটোরিকশার শ্রমিক, চা-পান দোকানীদের হাতে এক সপ্তাহের চাউল, ডাল, সাবান, তেল সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রি তুল দেন উপজেলা নির্বাহি অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম।
এ সময় তিনি বলেন, আমাদের কাছে ও দেশে পর্যাপ্ত খাদ্য সামগ্রী রয়েছে। তাই কেউ বিচলিত হবেন না। সরাসরি নির্দেশনা মেনে চলুন। নিজে সুস্থ থাকুক এবং সকলকে সুস্থ রাখুন। করোনা ভাইরাসের জীবানু দেশ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত এবং যতদিন চলাফেরা সাভাবিক না হয়, এই সময় পর্যন্ত সরকার আপনাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেবে। তাই অনুগ্রহ করে সবাই নিজ নিজ বাড়িতেই থাকবেন। খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না।
/ মোজরলু