জাতীয়দেশব্যাপীস্বাস্থ্য এবং চিকিৎসাশিরোনামসর্বশেষসব খবর

করোনা চিকিৎসায় আকিজ গ্রুপের হাসপাতাল নির্মাণে বাধা

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় আকিজ গ্রুপের হাসপাতাল নির্মাণ কাজে বাধা দিয়েছেন স্থানীয় বস্তিবাসী। শনিবার দুপুর একটার দিকে কয়েক’শ লোক ভবনটির সামনে অবস্থান নেয় এবং তারা বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা প্রতিষ্ঠানটির কয়েকজন নিরাপত্তা কর্মীর উপর হামলাও চালায়। এতে তিনজন নিরাপত্তা কর্মী আহত হয়। এ ঘটনার পর হাসপাতাল নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে আকিজ গ্রুপ।

আকিজ গ্রুপ সূত্র জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় ৩০১ শয্যার একটি হাসপাতাল তৈরির কাজ চলছিল। রাজধানীর তেজগাঁওয়ে আকিজ গ্রুপের নিজস্ব দুই বিঘা জমিতে হাসপাতালটি তৈরির কাজ শুরু হয়। যেটি তৈরি হলে বিনা মূল্যে রোগীদের চিকিৎসা দেয়া সম্ভব হতো।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, তেজগাঁও শিল্প এলাকার ১৮৪ নম্বর প্লটে নির্মাণাধীন হাসপাতালের চারদিকে যেসব প্লট রয়েছে, সেগুলোতে প্লট মালিকরা টিনশেড বস্তি স্থাপন করেছে। হাসপাতাল নির্মাণ কাজ শুরু হলে বস্তিবাসীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে। তারা বলতে থাকে, এই এলাকায় করোনা রোগীর চিকিৎসার জন্য হাসপাতাল হলে তাদের মধ্যে করোনা ছড়িয়ে পড়বে। সকাল ১১ টার দিকে দুইশ’ থেকে তিনশ’ বস্তিবাসী মিছিল করে নির্মাণাধীন হাসপাতালের গেটের সামনে জড়ো হয়। খবর পেয়ে সেখানে ছুটে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ শফি। শফিউল্লাহ শফি তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি।

তিনি বলেন, ‘এখানে করোনা ভাইরাসের আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতাল হবে শুনে হাজারখানেক লোক এসেছিল। আমি এসে তাদের শান্ত করেছি। তারা আমার লোকজন না, তারা স্থানীয় বস্তিবাসী। পরে আকিজ গ্রুপের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। হাসপাতাল হবে না এবং নির্মাণ কাজ বন্ধ থাকবে- এমন আশ্বাস দিলে এলাকাবাসী চলে যায়।’

হাসপাতাল নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ওয়ার্ড কাউন্সিলর বলেন, ‘আমি হাসপাতালের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার কে? বিষয়টি আকিজ গ্রুপ দেখছে। তখন আমি পরিস্থিতি শান্ত করার জন্য বলেছি। তবে এ ব্যাপারে আকিজ গ্রুপকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন বলেন, আকিজ গ্রুপের ওই প্লটের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা আছে। পুলিশ হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দিবে আকিজ গ্রুপকে।

আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন গণমাধ্যমকে বলেন, আগামী ৭/৮ দিনের মধ্যে তিনশ শয্যার ওই হাসপাতাল প্রস্তুত করতে তাদের ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টরা কাজ শুরু করেছেন। হাসপাতালে আইসিইউসহ করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে। চিকিৎসা দেওয়া হবে বিনামূল্যে। কিন্তু হাসপাতাল হলে ওই এলাকার বাসিন্দারা করোনা ভাইরাসের ঝুঁকিতে পড়বেন- এমন গুজবে শনিবার দুপুরে দুই শতাধিক লোক আকিজের ওই স্থাপনায় গিয়ে নিরাপত্তাকর্মী ও নির্মাণ শ্রমিকদের ওপর হামলা করে এবং বলাকা মোড়ে বিক্ষোভ দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *