দেশব্যাপীস্বাস্থ্য এবং চিকিৎসাসর্বশেষসব খবর

চুনারুঘাটে করোনা রোগীদের বহনের জন্য জনস্বার্থে নিজের গাড়ি দিলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জের চুনারুঘাটে করোনার রোগীদের চিকিৎসার জন্য আপদকালীন সময়ে চালকসহ একটি গাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শনিবার (২৮ মার্চ) তিনি বলেন, আমি নিজেই বাসায় লকডাউনে আছি। এখন তো আমার গাড়ির দরকার নাই। তাই চালকসহ আমার ব্যবহার করা গাড়িটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মুমিন উদ্দিন চৌধুরীর কাছে দেওয়ার প্রস্তাব করেছি। এই সময়ে এটি খুবই দরকার। এটা তারা অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করতে পারবে। এছাড়া ১৬টি রেইন কোটও দিয়েছি তাদের ব্যবহারের জন্য। তার বলেছেন গাড়ি যখন প্রয়োজন হবে তখন নেবে।

এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমন বলেন, করোনা ভাইরাসের আপদকালীন সময়ের জন্য আমার এই জিপ গাড়ি আমার জন্মস্থান চুনারুঘাট উপজেলার সব মানুষের জন্য অ্যাম্বুল্যান্স হিসেবে কাজ করবে। গাড়ির প্রয়োজনে চুনারুঘাট সদর হাসপাতালে যোগাযোগ করুন।

/ মোসেউ

হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

Md. Selim Uddin মোঃ সেলিম উদ্দিন গ্রাম- বাজকাশারা, ডাকঘর- নবীগঞ্জ ৩৩৭০, নবীগঞ্জ, হবিগঞ্জ মোবাইল: 01711460048 ইমেইল: selimahmedpress18gmail.com এন আইডি নাম্বার :- ৩৬১৭৭৭৩৬৭৫৫১৩। রক্তের গ্রুপ :- O, positive SSC বর্তমানে স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময় www.dailyshomoy.com স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক দেশের কণ্ঠ সাপ্তাহিক সময়ের সত্যের সংবাদ পত্রিকায় নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি এছাড়াও An Tv (আলোকিত নিউজ টিভি), দৈনিক পত্রিকা, দৈনিক মুক্তপ্রকাশ, জেকে টিভি'র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে বর্তমানে কাজ করছি এসএনবি নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে কাজ করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *