দেশব্যাপীসর্বশেষসব খবর

নবীগঞ্জে সিএনজি চালক ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল সহ পুলিশের হাতে আটক

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি ফিলিং ষ্টেশনের উত্তর পাশ থেকে ভারতীয় ফেনসিডিলসহ-এক সিএনজি চালক কে আটক করেছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ) মহামান্য হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে ত্রি-হুইলার যান চলাচলরোধে অভিযান পরিচালনাকালে শেরপুর হাইওয়ে থানা পুলিশ নবীগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের মৃত. ডাঃ রবিন্দ্র চন্দ্র আচার্য্যের পুত্র অসিত চন্দ্র আচার্য্য (৩৫) কে অবৈধ ভারতীয় ২৮ বোতল ফেনসিডিলসহ আটক করেন।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. এরশাদুল হক ভঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সার্জেন্ট শিবুনাথ সরকার, এএসআই ইউনুস আলী, এএসআই গিয়াস উদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে সিএনজি (হবিগঞ্জ: থ১১-১৬৯০) আটক করলে সিএনজির ভেতর ২৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান।

/ মোসেউ

হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

Md. Selim Uddin মোঃ সেলিম উদ্দিন গ্রাম- বাজকাশারা, ডাকঘর- নবীগঞ্জ ৩৩৭০, নবীগঞ্জ, হবিগঞ্জ মোবাইল: 01711460048 ইমেইল: selimahmedpress18gmail.com এন আইডি নাম্বার :- ৩৬১৭৭৭৩৬৭৫৫১৩। রক্তের গ্রুপ :- O, positive SSC বর্তমানে স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময় www.dailyshomoy.com স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক দেশের কণ্ঠ সাপ্তাহিক সময়ের সত্যের সংবাদ পত্রিকায় নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি এছাড়াও An Tv (আলোকিত নিউজ টিভি), দৈনিক পত্রিকা, দৈনিক মুক্তপ্রকাশ, জেকে টিভি'র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে বর্তমানে কাজ করছি এসএনবি নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে কাজ করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *