খাদ্যসামগ্রী নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন আটঘরিয়ার ইউএনও
করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে গণপরিবহন চলাচল ও দোকানপাট বন্ধে বেশীর ভাগ দুর্ভোগে পড়েছেন দিনমজুরি, শ্রমিক পরিবারের মানুষগুলো।
আর রাস্তায় মানুষের চলাচল না থাকায় দুর্ভোগের পড়েছেন রিক্সাচালকও। আর এসব শ্রেণীর মানুষের দুর্ভোগ কাটিয়ে তুলতে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন খাদ্যসামগ্রী নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন।
তিনি এসময় এই অভাবি দিনমজুর মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন। মঙ্গলবার তিনি আটঘরিয়া পৌর এলাকার রাধাকান্তপুর মহল্লা ও দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসব অভাবী মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এসময় তিনি বলেন, সরকারের পাশাপাশি বে-সরকারি,ব্যক্তিগত প্রতিষ্ঠানদেরও এগিয়ে আসার আহŸান জানান।
তিনি বলেন, নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে, আর বিত্তবানদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে হবে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, মাস্কসহ অন্যান্য খাদ্যসামগ্রী।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও ৮নং পৌর কাউন্সিলর এসএম মোফাজ্জল হোসেন বাবু।
/ শেতার