মহামারী করোনা: বিশ্বে মৃত্যুর সংখ্যা পেরিয়েছে ৩৬ হাজার, আক্রান্ত সাড়ে সাত লক্ষেরও বেশি
বিশ্বজুড়ে ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে নোভেল করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ আগেই জানিয়েছিল যে মহামারীর আকার নেবে এই করোনাভাইরাস। সময় যত এগোচ্ছে ততই আতঙ্ক বাড়াচ্ছে কোভিড ১৯।
ইউরোপীয় দেশগুলির পাশাপাশি ত্রাস তৈরি হচ্ছে মার্কিন মুলুকে। মহামারীর প্রকোপে ইতিমধ্যেই সারা পৃথিবীতে আক্রান্ত হয়েছেন মোট ৭,৫২,৮৩০ জন। মৃত্যু হয়েছে ৩৬,২৩০ জনের।
পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে আমেরিকায়। মোট আক্রান্তের সংখ্যা ১,৪৫,৫৪২। মৃত্যু হয়েছে ২৬১৬ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪৫৭৯ জন। কেবলমাত্র নিউ ইয়র্কেই আক্রান্তই হয়েছেন ৬০,৬৭৯ জন। মৃত্যু হয়েছে ১০৬৩ জনের। আক্রান্তের সংখ্যার নিরিখে আমেরিকা ছাপিয়ে গিয়েছে ইতালিকে।
তবে মৃত্যুপুরী ইতালিতে এখনও পর্যন্ত করোনার গ্রাসে মারা গিয়েছেন ১১,৫৯১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১০১,৭৩৯। সুস্থ হয়ে উঠেছেন ১৪,৬২০ জন।
একই পথে দ্রুত গতিতে এগোচ্ছে স্পেন। এখানে মৃতের সংখ্যা ৭৩৪০। মোট আক্রান্ত ৮৫,১৯৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৬,৭৮০।
নোভেল করোনাভাইরাসের উৎস দেশ চিনে মোট আক্রান্তের সংখ্যা ৮১,৪৭০। মৃত্যু হয়েছে ৩৩০৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭৫,৭০০ জন। করোনার কোপ চিন সামাল দিতে পারলেও ইউরোপীয় দেশগুলিতে এর জেরে মড়ক লেগেছে।
জার্মানি-ফ্রান্স-ইতালি-স্পেন-ব্রিটেনের পাশাপাশি করোনাভাইরাস মারাত্মক প্রভাব ফেলেছে ইরানেও। এখানে আক্রান্তের সংখ্যা ৪১,৪৯৫। মৃতের সংখ্যা ২৭৫৭। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩,৯১১ জন।