দেশব্যাপীসর্বশেষসব খবর

বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যশস্য বিতরন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপেজলার  নবাবপুর ইউনিয়নে বুধবার সকালে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন এর পক্ষ হতে  নবাবপুর ইউনিয়নের গরীব,দুঃস্থ,দিনমজুর ও নিম্ন আয়ের পেশাজীবীদের মাঝে খাদ্য শষ্য বিতরণ করা হয়।

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী জানান,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন এর পক্ষ হতে  নবাবপুর ইউনিয়নের গরীব,দুঃস্থ,দিনমজুর ও নিম্ন আয়ের পেশাজীবীদের মাঝে খাদ্য শষ্য বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী অফিসার  এ.কে.এম হেদায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা ও সদস্য বৃন্দ।

/ আই

রাজবাড়ী ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

Ashraful Islam Emran Cell: 01755-084597, 01869-724474 Email: khanemran472@gmail.com Academic Qualification: HSC 2015 Father’ Name: Arshed Ali Mother’s Name: Parvin Akter Date of Birth: 07-01-1993 Blood Group: o+ (ve) Vill-Kurshi, PO: Padamdi, Upazila-Baliakandi, Rajbari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *