চারঘাটে বসতবাড়িতে আগুন; পুড়ে ছাই ছাগল ও খাদ্য শস্য
চারঘাট উপজেলার কালুহাটী গ্ৰামে গতকাল বুধবার আগুন লেগে ৩টি ঘর পুড়ে গেছে।
বাড়ির মালিক মোঃ নুরুল ইসলাম (৫৫) জানান, তার দুইটা ছাগল ও ঘরে থাকা খাদ্য শস্য পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা জানান, চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি মোঃ নুরুল ইসলাম জানান, গতকাল রাত্রি ১১টায় আগুন লাগার পর পরই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। । ।