বেনাপোলে সাড়ে ৪ হাজার হত দরিদ্র মানুষকে মেয়রের ত্রাণ সহায়তা
করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় হত দরিদ্র, দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নিজস্ব অর্থায়নে ঘরবন্দী চার হাজার হত দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল ও সাবান বিতরণ করা হয়।

মুজিব শতবর্ষের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়রের পক্ষে যুবলীগ, আওয়ামীলীগ, সাংস্কৃতিক ফোরাম ও ছাত্রলীগের ১২০ জন কর্মী দিয়ে পৌর সভার ৯টি ওয়ার্ডে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। খাদ্য সামগ্রী পেয়ে খুশি পৌরবাসীর হত দরিদ্র কর্মহীন মানুষেরা।

মেয়র আশরাফুল আলম লিটন বলেন, আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। এক সপ্তাহের খাদ্য সামগ্রী অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। দেশের চলমান দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত রাখব। খাদ্য সামগ্রী আমরা আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবো। আপনারা সুস্থ থাকলেই, আমরাও সুস্থ থাকবো।
এসময় তিনি সমাজের বিত্তশালীদেরকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
তিনি আরো বলেন, এই করোনায় শুধু গরীব মানুষ মারা যচ্ছে না। অনেক ধনবান হাজার কোটি টাকার মালিক পাহাড় সমান মানুষেরও প্রান কেড়ে নিচ্ছে। তিনি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহŸান জানান পৌরবাসিকে।
/ মোজাহো