চারঘাটে আওয়ামী বাস্তুহারালীগের উদ্যেগে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ
চারঘাটে উপজেলা আওয়ামী বাস্তুহারালীগের উদ্যেগে উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে চারঘাট পৌর: এলাকার বিভিন্ন ওর্য়াডে এ কার্যক্রম পরিচালনা করে।
এ সময়ে চারঘাট উপজেলা আওয়ামী বাস্তুহারালীগের সভাপতি, মো. শামীম সরকার ও চারঘাট পৌর: আওয়ামী বাস্তুহারালীগের সভাপতি, মো. রাসেল সরকার নেতৃত্বে খাবার সামগ্রী বিতরণ করেন। এ সময়ে দারিদ্র্য ও সময়িক দুর্দশাগ্রস্থ প্রায় ৫০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী দেয়া হয়।

উপজেলা আওয়ামী বাস্তুহারালীগের সভাপতি, মো. শামীম সরকার বলেন, বর্তমানে অতি দারিদ্র্য মানুষের চেয়ে সময়িক দুর্দশাগ্রস্থ মধ্যবিত্ত লোকজনের অবস্থা করুণ। আমাদের উচিৎ দারিদ্র্য মানুষের পাশাপাশি মধ্যবিত্ত মানুষের খোঁজ নিন, তাদের পাশে দাঁড়ান। এ লক্ষেই মানুষের পাশে দাড়ানোর এ আমাদের ক্ষুদ্র প্রয়াস।
/ মেউশেবা