করোনায় কর্মহীন মানুষের পাশে কালিগঞ্জ শ্রমিকলীগ
করোনাভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন শ্রমিলীগ। দেড়শ অসহায় শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইউনিয়ন শ্রমিকলীগের নেতা কর্মীরা।
শনিবার (০৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে খাদ্য সামগ্রী বাড়ীতে বাড়ীতে পৌছে দেন উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো.শামীম খাঁন।
ইউনিয়ন শ্রমিকলীগ কর্তৃক অসহায় দেড়শ পরিবারের মাঝে দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ডাল ১ কেজি, পেয়াজ ৫’শ গ্রাম, লবণ ৫শ’ গ্রাম সহ একটি করে প্যাকেট বিতরণ করা হয়।
এছাড়া সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে অসহায় শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইউনিয়ন শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
/ মোআআ