আশঙ্কা মিলিয়ে বাংলাদেশে বড়সড় হামলা করোনার, মৃত ১২
সম্পূর্ণ অবরুদ্ধ ঢাকা আর চট্টগ্রাম। আর নারায়ণগঞ্জ জুড়ে প্রবল আতঙ্ক। করোনাভাইরাসের ছোবল স্পষ্ট হতে শুরু করেছে বাংলাদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আগেই চরম সতর্কতা দিয়েছিল। বলা হয়, বাংলাদেশ বিরাট করোনা ঝুঁকির মধ্যে।
সোমবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে করোনা আক্রান্ত ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, আক্রান্ত ১২৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফেরার খবর নেই। আক্রান্তদের ৬৪ জন ঢাকার, নারায়ণগঞ্জের ২৩ জন। গত ২৪ ঘণ্টায় যতজন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ১২ জন নারায়ণগঞ্জের, তারপরে আছে মাদারীপুর এবং ঢাকা জেলার উপজেলাগুলোতে চারজন আছে।
পরিস্থিতি যে ঘোরতর হচ্ছে তার আঁচ মিলেছিল সরকারের লকডাউন ঘোষণার পরেও বিভিন্ন গার্মেন্টস কারখানায় পোশাক শ্রমিকদের ছুটি না থাকায়। ফলে গত শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার ঢাকায় ফেরার পথে বিরাট ভিড় হয় ফেরী সার্ভিসে। বিশেশজ্ঞরা আশঙ্কিত হয়ে পড়েন এই অবস্থা দেখে।