সিরাজগঞ্জের সলঙ্গায় ইউ, পি সদস্য কতৃক সাংবাদিক লাঞ্চিত
সিরাজগঞ্জের সলঙ্গা থানার এক ইউপি সদস্যর বিরুদ্ধে ২ এপ্রিল উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর- থানার চরবেড়া গ্রামের ৫০০ শতাধিক মানুষের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে দখলে নেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন একই গ্রামের মাসুদ রানা। তার অভিযোগের প্রেক্ষিতে ৫ এপ্রিল বেলা ১২ ঘটিকার সময় ঘটনা স্থলের ভিডিও ফুটেজ নিতে গেলে, বেসরকারী টিভি চ্যানেল, চ্যানেল এস এর প্রতিনিধি জাকির হোসাইন, দৈনিক খবরের আলোর অভিজিত কুমার, স্বপ্ন টিভির মোঃ মনিরুল ইসলাম, দৈনিক মক্ত সকালের হাফিজুর রহমান, দৈনিক আলোকিত সকাল এর সাইদুল ইসলাম আবির এস এন টিভির তানজিন টিটু সহ ৮ জন গনমাধ্যম কর্মীদের উপর হামলা করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, সলঙ্গা থানার ৮ নং সলঙ্গা ইউপির ৬ নং ওয়াডের্র সংরক্ষিত মহিলা সদস্যা আছমা খাতুন, তার স্বামী আওয়ামী নেতা আবু তাহের ও ছেলে আশিকুর রহমান।
এ ব্যাপারে চ্যানেল এস এর চলনবিল প্রতিনিধি ও প্রেসক্লাব হাটিকুমরুল হাইওয়ে থানার সাধারন সম্পাদক জাকির হোসাইন ঐদিন ৫ এপ্রিল সন্ধায় বাদী হয়ে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড তাইজুল হুদা বলেন এ ঘটনায় আমি লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে মুঠোফোনে জানান।
/ মোমই