নীলফামারীর জলঢাকায় আসফ এর উদ্যোগে ত্রাণ বিতরন
করোনা ভাইরাস সংকট মোকাবেলায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানী ফাউন্ডেশন (আসফ) শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন।
৭ই এপ্রিল মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায়, দূস্থ, দিনমজুর মানুষের মাঝে চাল, আলু, বেগুন, টমেটো ও সাবান পৌঁছে দেয়।
এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম (সুজন), সভাপতি প্রকৌশলী শেফাউল আলম (সুমন), সাধারণ সম্পাদক গোলাম রহমান, সহ-সভাপতি রওফুল ইসলাম, লিটন হাসান, প্রকৌশলী শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম, আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক আকরামুজ্জামান আকরাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মানিক, চঞ্চল পাটোয়ারী, মামনুর রশিদ সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন হাসান, অর্থ সম্পাদক আল-আমিন ইসলাম, শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান আরিফ, আশরাফুল ইসলাম, এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সদস্যবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্হানীয় সদস্যবৃন্দ।
শিক্ষা মানবতা সেবার মধ্য দিয়ে আলোর সন্ধানী ফাউন্ডেশন (আসফ) পরিবারের সদস্যবৃন্দ আর্তমানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ। ২০১১ সালের শেষ দিকে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানী ফাউন্ডেশন (আসফ) যাত্রা শুরু করে সামাজিক কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে সংগঠনটি পুরো নীলফামারী জেলায় সুনাম কুড়িয়েছে।
দুস্থ, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্টিকে কর্মসংস্থানে উদ্বুদ্ধ করণসহ এছাড়াও যৌতুক বিরোধী আন্দোলন, বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক নির্মুলে সচেতনায় প্রশংসনীয় ভূমিকা রাখছে। আলোর সন্ধানী ফাউন্ডেশন (আসফ) একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্টাতা ও নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুজন বলেন অসহায় পরিবারের পাশে আমরা সর্বময় আছি।
এছাড়া বর্তমানে প্রাণঘাতী ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। পুরো জেলায় সচেতনা মুলক মাইকিং, লিফলেট বিতরন, মাস্ক বিতরণ করা হয়ে এবং আমাদের সকল কার্যক্রম এখনো অব্যাহত আছে।
এই করোনায় সংকট মোকাবেলায় দেশের সকল প্রভাবশালী ব্যাক্তিবর্গ, স্হানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে অসহায়, হতদরিদ্র মানুষের পাশে দাড়াঁনোর জন্য অনুরোধ জানান।
/ রাচৌ