দেশব্যাপীজীবনশৈলীস্বাস্থ্য এবং চিকিৎসাশিরোনামসর্বশেষসব খবর

কুড়িগ্রামে মানবিক সহায়তা সার্ভিস চালু করলো প্রশাসন

খাদ্যের সংস্থান নেই-এমন পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য মানবিক সহায়তা সার্ভিস চালু করেছে কুড়িগ্রামের জেলা প্রশাসন। যে কেউ মোবাইলে ফোন করলেই এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।একটি বিশেষ ঘোষণা’-এই শিরোনামে মানবিক সহায়তা সার্ভিস বিষয়ে বলা হয়েছে-করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও বিস্তৃতি রোধে সরকারের সিদ্ধান্তে গণপরিবহণ বন্ধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ব্যতিত অন্যসব দোকানপাট বন্ধ রাখা হয়েছে এবং ¯হানীয় অধিবাসীদেরকে ঘরে থাকতে বলা হয়েছে। ফলশ্রুতিতে নি¤œ-আয়ের শ্রমজীবি মানুষদের দৈনন্দিন জীবন যাপন ব্যাহত হওয়ায় তাদেরকে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে।

তথাপি খাদ্যের সংস্থান নেই এমন নি¤œ আয়ের কোনো ব্যক্তি যদি কোনো সরকারি/ বেসরকারি খাদ্য সহায়তা না পেয়ে থাকেন তাহলে জেলা প্রশাসনের উদ্যোগে তার বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এজন্য জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের মোবাইল নম্বরে ফোন করতে হবে। মোবাইল নম্বরগুলো হচ্ছে-

জেলা প্রশাসক-০১৭০৯৯৭৪৫০০
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ০১৭৮৯৬৭৬৮১৮
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ০১৭১৬৯১৮৭৭৮ এবং
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট-০১৭১৬৩৮৬০৮৪।

উপজেলা নির্বাহী কর্মকর্তা
সদর ০১৭০৯৯৭৪৫০১
ভূরুঙ্গামারী ০১৭৭৪৪৩৪২৫৩
নাগেশ্বরী ০১৭৭৪৪৩৪২৫৫
ফুলবাড়ী ০১৭০৯৯৭৪৫০৩
রাজারহাট ০১৭০৯৯৭৪৫০২
উলিপুর ০১৭৭৪৪৩৪২৫৭
রৌমারী ০১৭০৯৯৭৪৫০৯
রাজিবপুর ০১৭৪০৬৩২২৬৮

/ মইবা

কুড়িগ্রাম করেসপনডেন্ট

Phone: +88-01719-691-436

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *