দেশব্যাপীজীবনশৈলীস্বাস্থ্য এবং চিকিৎসাসর্বশেষসব খবর

শুক্রবার ৫ জনের রিপোর্টে কোভিট নেই, কুড়িগ্রামে আরো ৮ জনের নমুনা প্রেরণ

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামে শুক্রবার (১০ এপ্রিল) আরো ৫ জনের প্রাপ্ত রিপোর্টে কোভিটের অস্তিত্ব পাওয়া যায়নি। এনিয়ে জেলায় ২০ জনের রিপোর্ট নেগেটিভ বলে স্বাস্থ্যবিভাগ নিশ্চিত করেছে। এদিকে আরো ৮ জনের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এনিয়ে জেলায় ৪৬ জনের রক্তের নমুনা প্রেরণ করা হল।

সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, শুক্রবার ৫জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এদের মধ্যে ৩ জন রাজারহাটের এবং ২ জন রৌমারী উপজেলার। এছাড়াও আজ ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ভূরুঙ্গামারীর ৬ জন, নাগেশ্বরীর ১ জন ও চিলমারীর ১ জন। এনিয়ে জেলায় ৪৬ জনের নমুনা পাঠানো হয় এবং ২০ জনের রিপোর্ট পাওয়া গেছে। যাদের সবার রির্পোর্ট নেগেটিভ বলে আইইডিসিআর সূত্রে জানা গেছে।

সিভিল সার্জন আরো জানান, দিনদিন পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে। দ্রুত সমাজে ছড়িয়ে পরার আগেই লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকাতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া বাইওে বের হওয়া যাবে না। সরকারের নির্দেশনা মেনে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

/ মোইবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *