দেশব্যাপীজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহতে একটি বাড়ি লকডাউন

করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় রাজশাহীর চারঘাট উপজেলার সরদহতে একটি বাড়ির লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

আজ রবিবার দুপুর ১.৩০ মিনিটে চারঘাট মডেল থানার পুলিশ পরিদর্শক মো: জাহেদ এর নেতৃত্বে একদল পুলিশ এসে বাড়িটি লকডাউন করেন।

ঘটনাস্থল থেকে জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ থেকে আগত মো: ওয়াহেদুজ্জামান (২৪)  গত ০৮.০৪.২০ তারিখে নিজ গ্রাম  সরদহ্ আস্করপুরে এসে হোম কোয়ারেন্টাইন না মেনেই স্বাধীনভাবে বিভিন্ন এলাকা বিচরণ করতে থাকেন।

চারঘাট মডেল থানার পুলিশ পরিদর্শক মো: জাহেদ জানান, এক সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, মো: বাবু (৪৮) এর  পুত্র  মো: ওয়াহেদুজ্জামান ওরফে ওয়াহিদ ঢাকা-নারায়ণগঞ্জ থেকে এসে কোয়ারেন্টাইন না মেনেই বাড়ির বাইরে চলাচল করতে থাকে।

এলাকাবাসী ও দেশের সুরক্ষায় বাড়িটি লকডাউন করে তাদের হোম কোয়রেন্টাইন নিশ্চিত করি।

তিনি আরো জানান, মো: ওয়াহেদুজ্জামান ওরফে ওয়াহিদ ও তার পরিবার আগামী ২৩.০৪.২০ তারিখ পর্যন্ত হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করবে। এই সময়ের মধ্যে করোনা উপসর্গ না থাকলে পরবর্তীতে সে কোয়ারেন্টাইন থেকে মুক্তি পাবে।

আমরা বাড়িটিকে নজরদারিতে রাখব।

/ মেউশে

রিপোর্টার (ট্রেইনী)

Mesbah Uddin Sheikh Father’s Name : Md. Sohir Uddin Sheikh Mother’s Name: Mst. Sheikh Ruby Khatun Permanent Address: Village: Ashkurpur, PO: Sardah, Upazila: Charghat, Dist: Rajshahi 6271 Date of Birth: 24 August,1996 Blood Group: A+(Positive) E-mail: mesbah.usbd@gmail.com Contact: +880-1701-092-110 Masters of Social Science (M.S.S)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *