রংপুরে আবারও টিসিবি’র পণ্য উদ্ধার ; আটক ২
সোমবার দুপুরে জেলার রবার্টসনগঞ্জ এলাকায় এক ব্যবসায়ীর গোডাউন থেকে মহানগর ডিবি পুলিশ টিসিবি’র পণ্য উদ্ধার করে।
এ ঘটনায় আলমনগর মাছুয়াপট্টির এরফান হাসান সুমন (৩৪)ও বাড়ির ভাড়াটিয়া হারুনুর রশিদকে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপির ডিবি’র ওসি ফিরোজ ওয়াহিদ।পুলিশ সূত্রে জানা যায় , জেলার রবার্টসনগঞ্জ এলাকার এরফান হাসান সুমনের গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে টিসিবি’র ( ২৪ কার্টুন) ৬ হাজার ৪৮০ লিটার পুষ্টির সয়াবিন তেল উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা।
টিসিবি’র এসব পণ্যের ডিলার ছিলেন নয়ন পারভেজ। সুমনের গোডাউনে মালগুলো রেখেছিল ডিলার নয়ন পারভেজের ভাই রাজিব হাসান (২৮)।
অভিযান চলাকালে ২ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আরপিএমপির ডিবি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, টিসিবি’র পণ্য যারা অবৈধভাবে মজুদ করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং যারা আটক হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।