রংপুরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ টিসিবি’র পণ্য জব্দ
রংপুরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ টিসিবি’র পণ্য জব্দ। রংপুর র্যাব ক্যাম্প -১৩ এর সিপিএসসির একটি টহল দল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানার শঠিবাড়ী বাজারে ০২টি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত টিসিবি’র পণ্য আটক করেন।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী মোবাইল কোর্ট পরিচালনা করে টিসিবি’র পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় (১) বদিউজ্জামান পাতু (৪২), পিতা- আয়ন উদ্দিন, সাং- কাঠালী, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর’কে ৯০০ কেজি চিনি ও ২০৫ লিটার সয়াবিন তেলসহ ৫০,০০০ টাকা জরিমানা এবং ( ২) মোঃ নওয়াব আলী, পিতাঃ তোজাম্মেল হোসেন, সাং- দূর্গাপুর, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর’কে ১০,০০০ টাকা জরিমানা সহ ২৩ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত পণ্যসমূহ একটি অসাধু ব্যবসায়ী চক্র বগুড়া থেকে নিয়ে এসে শঠিবাড়ীসহ মিঠাপুকুর থানার বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে পাইকারী বিক্রি করে। এবিষয়ে র্যাব-১৩ তদন্ত অব্যহত রয়েছে।
/ রাচৌ