রংপুরে ৩১০৭ লিটার টিসিবি’র সয়াবিন তেল ও ১৫০ কেজি চিনি উদ্ধার
রংপুর জেলার পাকপাড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা টিসিবির ৩২০০ লিটার সয়াবিন তেল ও ৫ বস্তা চিনি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যায় ওই এলাকার রূপান্তর টাওয়ার সংলগ্ন একটি গোডাউন থেকে এসব মালামাল উদ্ধার করেন।
এ সময় টিসিবির ডিলার পার্থ ঘোষ (৩১) কে আটক করে পুলিশ।অভিযানের বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে টিসিবির ডিলার পার্থ ঘোষের ভাড়া নেয়া একটি গোডাউন থেকে ৩১০৭ লিটার সয়াবিন তেল ও ১৫০ কেজি চিনি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
/ রাচৌ