রংপুরে অনির্দিষ্টকালের জন্য লকডাউন
রংপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে স্থানীয় জেলা প্রশাসন।
বুধবার রাত ১০ টা থেকে রংপুর মহানগরী সহ পুরো জেলায় অনির্দিষ্টকালের জন্য লক ডাউন ঘোষণা করেছেন। রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসিব আহসান লক ডাইনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, রংপুরের আশে পার্শ্বের জেলা গুলোতে ব্যাপক ভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লক ডাউন ঘোষণা করা হয়েছে। ফলে রাত ১০ টার পর থেকে রংপুর মহানগর সহ জেলার বাইরে কাউকে যেতে দেয়া হবেনা এবং বাইরে থেকে কাউকে আসতে দেয়া হবেনা।
পরবর্তী কোন ধরনের নির্দেশ না আসা পর্যন্ত এ আদেশ অব্যহত থাকবে বলেও জানান তিনি।
/ রাচৌ