পাবনার সংবাদপত্র হকার ও সংবাদপত্র সেবীদের মধ্যে প্রেসক্লাবের খাদ্য সহয়তা প্রদান
পাবনা জেলা প্রতিনিধি, করোনা ভাইরাসের কারণে কর্মহীন পাবনার সংবাদপত্র হকার, স্থানীয় পত্রিকার কর্মীদের এবং অন্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পাবনা প্রেসক্লাব। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে সি লাইন পরিবহন সংস্থার সহযোগিতায় পাবনা প্রেসক্লাবের হল রুমে ২‘শ পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
পাবনার প্রেসক্লবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সি- লাইন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সেলিম হোসেন, প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা হিসাবে প্রতি পরিবারে চাল, ডাল, তেল, লবন, আলু, সাবান ইত্যাদি বিতরণ করা হয়।
/ শেতার