স্বপ্ন টেলিভিশন ব্রেকিং নিউজ
সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের চেতনায় ‘চলো স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই স্লোগানে আজ শুক্রবার (১৭ এপ্রিল) থেকে শুরু যাত্রা শুরু করলো স্বপ্ন টেলিভিশনের “স্বপ্ন টেলিভিশন ব্রেকিং নিউজ।
ব্রেকিং নিউজ সকাল ৯টা থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় সম্প্রচারিত হবে।
অকুতোভয় সংবাদ মাধ্যম হিসেবে স্বপ্ন টেলিভিশনের অবস্থান সদা সুদৃঢ় থাকবে বলে আমরা বিশ্বাস করি।
সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পদক্ষেপ বিশ্বায়নে সম্ভাবনাময় এক নতুন দ্বার উন্মুক্ত করেছে। দেশ এগিয়ে চলেছে উন্নয়নের পথে। বেড়েছে সরকারি সেবার মান, সাথে সাথে বেড়েছে জনগণের আত্মসচেতনতাও।
স্বপ্ন টেলিভিশন স্বাধীনতায় বিশ্বাসী এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্ব পালনে বদ্ধপরিকর। জনগণ ও সরকারের কথা বলার স্বাধীন মাধ্যম হিসেবে স্বপ্ন টেলিভিশনের পথ চলা অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
রাজনীতি হোক, সমাজ-শৃঙ্খলা হোক, আইন-কানুন হোক কিংবা প্রশাসন- যে কোন ধরনের খবরই হোক না কেন, নিরপেক্ষ নির্মোহ ও নিখুঁতভাবে দ্রুত পরিবেশন করা একটা বড় দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সর্বতোভাবে সচেষ্ট হবে স্বপ্ন টেলিভিশন। দর্শকবৃন্দের মনের খোরাক জুগিয়ে তাকে সমৃদ্ধ করার এই প্রয়াস যাতে সফল হয়, তার জন্য সকলের শুভকামনা মতামত একান্ত ভাবে কামনা করা হয়েছে।
এছাড়াও বিনোদন ও তথ্য ভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘স্বপ্ন টেলিভিশনে’ জেলা-উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ পেতে আগ্রহীদের shopno.television@gmail.com ঠিকানায় আবেদনপত্র পাঠাতে অনুরোধ করা হয়েছে।