করোনায় নাগরপুর বাজারের পাহারাদারদের পাশে বণিক সমিতি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর বাজারের বণিক সমিতি মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বাজারের পাহারাদারদের প্রতি।
আজ শনিবার ১৮ এপ্রিল ২০২০ দুপুরে বাজারে বণিকদের নিরাপত্তায় নিয়োজিত ১১ জন পাহারাদার কে করোনা মোকাবিলায় খাদ্য সামগ্রীর প্যাকেট হাতে তুলে দেন নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক মো. হাবিবুর রহমান লিটন। সদর বাজারের কলেজ রোডের খালেক মেনসন থেকে তাদেরকে ২৫ কেজি চাউল, ২ কেজি ডাউল, ২ কেজি তেল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর বাজার বণিক সমিতি ক্যাশিয়ার মো. উজ্জ্বল হোসেন, সদস্য সচিব পংকজ কুমার সাহা।
বণিক সমিতির আহবায়ক মো. হাবিবুর রহমান লিটন বলেন, করোনা মোকাবিলায় বাজারের দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্থ তেমনি বণিক সমিতির চাঁদা আদায়ও বন্ধ রয়েছে। তাই এই লোকগুলোর বেতন দেয়া কষ্টকর হয়ে পড়েছে, কিন্তু বাজারে পাহারা দেয়া বন্ধ হয়নি। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের খাবারের সংঙ্কট নিরসনের আমার তাদের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেটগুলো তুলে দিয়ে তাদের খাবারের কষ্ট কিছুটা হলেও লাঘবের চেষ্টা করছি।
/ মোজরলু