কুড়িগ্রামের বাদ্যবাদক ও সংগীত শিল্পীবৃন্দের আয়ের পথ বন্ধ

ভাওয়াইয়া গানের ধাম নদ-নদীময় কুড়িগ্রাম। ​পাললিক সৌন্দর্যের ভূমি কুড়িগ্রাম জেলার রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও বিশেষ স্বকীয়তা।

এ জেলার মানষের জীবন যাপনের সারলা, নদী কেন্দ্রিক যাপিত জীবন, ঐতিহাবাহী সাংস্কৃতিক ধারা এবং প্রধান ​​অর্থনৈতিক কৃষি নির্ভর কর্মকান্ড এ জেলাকে করেছে আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত এক জনপদ। যার অবিচ্ছেদ অংশ জুড়ে আছে ভাওয়াইয়া গান। যা আবার আবহমান কাল ধরে বাংলার মানুষের হৃদয়কে সমৃদ্ধ করে চলছে।

কুড়িগ্রাম রংপুর বিভাগের অন্তর্গত বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা।

কুড়িগ্রামের বাদ্যবাদক ও সংগীত শিল্পী বৃন্দের করোনার কারনে তদের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় অতিকষ্ঠে দিনাতিপাত করছে।

তাদের কষ্টের দিকে তাকিয়ে সরকারীভাবে কুড়িগ্রাম প্রশাসনের দৃষ্টি দিয়ে এই অবহেলিত শিল্পীদের একটি সঠিক তালিকা তৈরী করে তাদের সাহায্যে সহযোগীতার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

/ নূমোচৌ

Total Page Visits: 446 - Today Page Visits: 1

কুড়িগ্রাম করেসপনডেন্ট

Phone: +88-01719-691-436

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares