রংপুরে একদিনে ৫ জন করোনায় আক্রান্ত
রংপুরে একদিনে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এরা হলেন, রংপুর নগরীর কেল্লাবন্দ এলাকার ৫৫ বছর বয়সী এক নারী, কারমাইকেল কলেজ এলাকার ৩০ বছর বয়সী এক পুরুষ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ বছর বয়সী এক নার্স, মিঠাপুকুর উপজেলার ৫ বছর বয়সী এক শিশু, পীরগঞ্জ উপজেলার ১৮ বছর বয়সী এক যুবক।
এছাড়া রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৩০ বছর বয়সী এক পুরুষ, ও পঞ্চগড়ের বোদা উপজেলার ১৯ বছর বয়সী এক যুবক।
বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এই ৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এনিয়ে রংপুর জেলায় করোনায় মোট ১৫ জন আক্রান্ত হয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু বলেন, দুই দফায় পরীক্ষায় ১৮৮ জন করোনায় আক্রান্ত সন্দেহভাজনদের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।