১০জন মুসল্লি ও দুজন হাফেজসহ মোট ১২জন পবিত্র রমজান মাসে মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ পাবেন
করোনাভাইরাসের বিস্তার রোধে মসজিদগুলোতে জামাত সীমিত করা হয়েছে।
আজ চাঁদ দেখার পর রাতে প্রথম তারাবির সালাত পড়বেন রোজাদাররা। গতকাল ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ১০জন মুসল্লি ও দুজন হাফেজসহ মোট ১২জন পবিত্র রমজান মাসে মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ পাবেন।
এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এর সঙ্গে ইতোপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জারি করা মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনাসহ একটি সার্কুলার আজ শুক্রবার জারি করবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন।