রংপুরে সোনালী ব্যাংকের ৩ জনের কোভিড-১৯ পজেটিভ
রংপুর সোনালী ব্যাংক বাজার শাখার ৩ কর্মকর্তা-কর্মচারীর কোভিড-১৯ পজেটিভ এসেছে। আক্রান্ত ৩ জনের বয়স ৩০ থেকে ৪০ এর ঘরে।
নগরীর মিঠুর গলিতে অবস্থিত সোনালী ব্যাংক বাজার শাখার ১১ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৭ জন জ্বর, সর্দি, কাশি উপসর্গে ভূগছিলেন। এর মধ্যে ২১ এপ্রিল ৪ জন ও ২২ এপ্রিল ৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যায় স্বাস্থ্য বিভাগ। সার্বিক পরিস্থিতি বিবেচনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২২ এপ্রিল বুধবার সকাল থেকে ব্যাংকের যাবতীয় লেনদেন বন্ধ করে দেয়া হয়।
এছাড়া রংপুর বিভাগে নতুন করে গাইবান্ধা পলাশাবাড়িতে ২৫ বছর বয়সী এক যুবক, গোবিন্দগঞ্জে ২৯ বছর বয়সী যুবক ও কুড়িগ্রামের চিলমারী ৩০ বছর বয়সী এক পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার রংপুর মেডিকেল কলেজে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন করে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পলাশবাড়ির যুবক ঢাকা ফেরত ও কুড়িগ্রামে আক্রান্ত পুরুষ নারায়নগঞ্জ ফেরত বলে জানা যায়। এদিকে নতুন করে ৬ জন আক্রান্তসহ করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা দাঁড়ালো রংপুর জেলায় ১৮ জন ও রংপুর বিভাগে ৭৫ জনে। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু বলেন, আজ (শুক্রবার) কলেজে স্থাপিত পিসিআর যন্ত্রে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুর জেলায় ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
/ রাচৌ