দেশব্যাপীজীবনশৈলীস্বাস্থ্য এবং চিকিৎসাশিরোনামসর্বশেষসব খবর

দৌলতদিয়া যৌনপল্লীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে  করোনা ভাইরাস আক্রান্তের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুরে  এক নারীর মৃত্যু হয়েছে।

তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা।দৌলতদিয়া যৌনপল্লী সূত্রে জানা যায়,  দৌলতদিয়া যৌনপল্লীর কমলা বাড়িওয়ালীর ৫০ বছর বয়সী এক ভাড়াটিয়াবেশ কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

বৃহস্পতিবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়রা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার সময় পথেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের মধ্যে ভাইরাস আতঙ্ক বিরাজ করছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার খবর পেয়ে করোনা ভাইরাস পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে দুপুরে তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। জ্বর ও শ্বাসকষ্ট ছাড়াও তিনি হৃদরোগে আক্রান্ত ছিল।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, দেশে করোনা আক্রান্ত সনাক্ত হওয়ার পর দৌলতদিয়া যৌনপল্লী প্রথমেই লকডাউন করা হয়।

তবে মৃত নারী করোনা ভাইরাস পরীক্ষায় যদি পজেটিভ আসে তবে ওই এলাকায় লকডাউন বাস্তবায়নে আরো কড়াকড়ি আরোপ করা হবে।

/ আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *