দেশব্যাপীজীবনশৈলীস্বাস্থ্য এবং চিকিৎসাভ্রমণশিরোনামসর্বশেষসব খবর

নবীগঞ্জে যাত্রীবাহীবাসের ২৪ জন যাত্রী হোম কোয়ারেন্টাইনে

লকডাউনের মধ্যেই পটুয়াখালী থেকে ৩৯ জন যাত্রী নিয়ে সিলেট আসলো অগ্রদূত বাস।এই বাসের মধ্যে হবিগঞ্জ জেলার ২৪ জন যাত্রীর মধ্যে নবীগঞ্জের ১৫ জন যাত্রী। এ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে চলছে সর্বত্র তুমুল আলোচনা সমালোচনা।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে আগেই। লকডাউন অবস্থায় সিলেটে প্রবেশ এবং সিলেট থেকে বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আছে। এ ছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে সারা দেশে বাস চলাচলও বন্ধ আছে।এই অবস্থায় প্রায় ৩৯ জন যাত্রী নিয়ে পটুয়াখালী জেলার তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে একটি অগ্রদূত বাস গতকাল (২৩ এপ্রিল) রাত্রে সিলেট এসেছে।

লকডাউন থাকা অবস্থায় যাত্রী নিয়ে বাস আসার নেপথ্যের ঘটনা বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত্রে যাত্রী সহ অগ্রদূত পরিবহনের একটি বাস শেরপুর চেকপোষ্টেআসে। চেকপোস্টে আসার পর তারা দায়িত্বরত অফিসারের নিকট একটি প্রত্যয়ন পত্র প্রদর্শন করে।

প্রত্যয়ন পত্র দেখা যায় যে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত “বাসে থাকা যাত্রীদের তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক” হিসেবে উল্লেখ করেছেন। বর্তমানে তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় তাদেরকে ধান কাটার জন্য সিলেটে প্রেরণ করা হয়।চেক পোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা লিখিত ডকুমেন্ট থাকায় এবং যেহেতু বাসটি পটুয়াখালী থেকে আসার পথে কোথাও বাধা প্রাপ্ত না হয়ে শেরপুর চেকপোস্টে আসে সেই বিবেচনায় বাসটিকে সিলেট যাওয়ার অনুমতি দেয়।

পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন এলাকায় বাধা প্রাপ্ত হলে বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন মোঃ রফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেলের নেতৃত্বে ওসমানীনগর থানা পুলিশ তৎপর হয়ে বাসসহ ২৭ জনকে আটক করে। যার মধ্যে তিনজন কানাইঘাট থানার বাসিন্দা হওয়ায় কানাইঘাট থানার মাধ্যমে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য কানাইঘাট প্রেরণ করা হয় এবং বাকি ২৪ জনকে বাসসহ নবীগঞ্জ প্রেরণ করাহয় যাদের সংশ্লিষ্ট থানা পুলিশ প্রাতিষ্ঠানিক কোয়াারেন্টাইন নিশ্চিত করবে।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল জানান, আটককৃত ২৪ জন যাত্রীর মধ্যে নবীগঞ্জের ১৫ জন যাত্রী এবং বাকিরা অন্যান্য উপজেলার। আর পটুয়াখালীর তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকার কারণে তারা ধান কাটতে এলাকায় ফিরেছেন এবং পাটুয়াখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি প্রত্যয়নপত্র নিয়ে এসেছেন তারা।
তিনি আরো বলেন, পটুয়াখালী থেকে আসা নবীগঞ্জের যাত্রীদেরকে নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৪ জনকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

/ মোসেউ

হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

Md. Selim Uddin মোঃ সেলিম উদ্দিন গ্রাম- বাজকাশারা, ডাকঘর- নবীগঞ্জ ৩৩৭০, নবীগঞ্জ, হবিগঞ্জ মোবাইল: 01711460048 ইমেইল: selimahmedpress18gmail.com এন আইডি নাম্বার :- ৩৬১৭৭৭৩৬৭৫৫১৩। রক্তের গ্রুপ :- O, positive SSC বর্তমানে স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময় www.dailyshomoy.com স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক দেশের কণ্ঠ সাপ্তাহিক সময়ের সত্যের সংবাদ পত্রিকায় নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি এছাড়াও An Tv (আলোকিত নিউজ টিভি), দৈনিক পত্রিকা, দৈনিক মুক্তপ্রকাশ, জেকে টিভি'র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে বর্তমানে কাজ করছি এসএনবি নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে কাজ করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *