রাজবাড়ীতে বিআইডব্লিউটিসির ২ কর্মকর্তা করোনায় আক্রান্ত
রাজবাড়ীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ফেরিঘাটে দায়িত্বপালনরত দুই কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, কয়েকদিন আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ফেরিঘাটে দায়িত্বপালনরত দুই কর্মকর্তা অসুস্থবোধ করলে তাদের শরীরের নমুনা পরীক্ষার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। রবিবার দুপুরে রিপোর্ট আসলে জানা যায় তারা করোনায় আক্রান্ত।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. রুবায়েত হায়াত শিপলু জানান, দৌলতদিয়াতে একটি ঘর ভাড়া করে ওই দুই কর্মকর্তাথাকতেন । যেহেতু তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাই ওই ভাড়া বাসা লকডাউন ঘোষণা করা হয়েছে।
/ আই