বোয়ালখালীতে আদা,পেঁয়াজের ঝাঁজ কমাতে মোবাইল কোর্ট পরিচালনা: ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীলতা রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
২৮ এপ্রিল (মঙ্গলবার) উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এর নির্দেশে মোবাইল কোর্টের অভিযানে ৮ প্রতিষ্ঠানকে ৮৩ হাজার টাকা জরিমানা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন ল্যাফটেনেন্ট নাকভির ১৮ বীর ব্যাটেলিয়ন এর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, এস আই শরিফ এর নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশ।
এসময় মূল্য তালিকা না থাকা এবং অতি উচ্চ মূল্যে পণ্য বিক্রয় করার প্রমান পাওয়ায় উপজেলা সদরের রেল লাইনের পার্শ্ববর্তী আকবর স্টোরের মালিক আলী আকবরকে ৫০ হাজার টাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ও বিক্রয়ের সাথে মিল না থাকায় জে আই স্টোরের মোঃ আনোয়ারকে ৫ হাজার টাকা, ক্রয়কৃত মূল্যের চেয়ে প্রায় ৫০% এরও বেশি দামে খেজুর বিক্রয় ও মূল্য তালিকা না থাকায় উপজেলা পরিষদের সম্মুখের মোঃ শহীদুল আলমকে ১০ হাজার টাকা, হালনাগাদ মূল্য তালিকা না থাকায় ফুলতল বাজারের সিরাজুল হককে ৫ হাজার টাকা, ১৫০ টাকায় ক্রয় করে ২৭০ টাকা দরে আদা বিক্রয় করায় ফুলতল বাজারের আব্দুল মান্নানকে ৫ হাজার টাকা, মূল্য তালিকার সাথে ক্রেতাদের ক্রয় রশিদ ভিন্ন থাকায় শাকপুরা বাজারের শেখ আহাম্মদকে ২ হাজার, বাবুল মাহাজনকে ৩ হাজার টাকা, মহরম আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট চলাকালীন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বাজার কমিটিকে পবিত্র মাহে রমজান ও দেশে চলমান করোনা দুর্যোগকালীন সময় পণ্য ক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বিক্রয় ও সার্বক্ষণিক মূল্য তালিকা প্রদর্শন করার জন্য অনুরোধ করেন।
/ইবা