রংপুরে ভূট্টাক্ষেতে মিলল মৃতদেহ
রংপুরে ভুট্টা ক্ষেতে মিলল মৃতদেহ। মহানগরীর ৩১ নং ওয়ার্ডে এনতাজ মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল ৮ টার দিকে নগরীর মধ্য শেখ পাড়া এলাকার ভূট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, বৃহস্পতিবার ইফতারের পর কে বা কাহারা এনতাজ মিয়াকে ফোন করে ডেকে নেয়। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। অনেক খোজাখুজির পর একটি ভূট্টা ক্ষেতে তার লাশ পরে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
শ্বাস রোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান জানান, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই আমরা আসল তথ্য উদঘাটন করতে পারবো।
/ রাচৌ