হবিগঞ্জে চূড়ান্ত এমপিও পেল ৩৬ শিক্ষা প্রতিষ্ঠান
সরকারের শিক্ষা মন্ত্রণালয় দেশের এক হাজার ৬৩৩ শিক্ষা প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে এমপিওভুক্ত করে তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে হবিগঞ্জ জেলার ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

সিলেট বিভাগের ১৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এমপিওভুক্তির কোড যুক্ত করে আজ বুধবার এই তালিকা প্রকাশ করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান।
হবিগঞ্জে এমপিওভুক্ত হওয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়: হবিগঞ্জ জেলার সদর উপজেলার ধলবামকান্দি পঞ্চগ্রাম জুনিয়র হাইস্কুল, বামকান্দি আদর্শ স্কুল, উমেদনগর পৌর হাইস্কুল এবং তেলিখাল আদর্শ হাইস্কুল, বাহুবলের হাজী এ ওয়াহিদ চৌধুরী হাইস্কুল, বি.সি. জুনিয়র সেকন্ডারি স্কুল এবং জগতপুর হাইস্কুল, নবীগঞ্জের মতিউর রহমান চৌধুরী হাইস্কুল, বিবিয়ানা আদর্শ হাইস্কুল, আজমিরীগঞ্জের সাতগাঁও পাবলিক হাইস্কুল, বানিয়াচংয়ের উত্তর সাঙ্গর হাইস্কুল এবং মেধাবিকাশ হাইস্কুল, চুনারুঘাটের চন্দ্রমল্লিকা হাইস্কুল, কচুয়া হাইস্কুল, মাধবপুরের সাহেবনগর হাইস্কুল, আহমেদপুর হাইস্কুল, ড. জারিফ হোসাইন জুনিয়র স্কুল, সুলতানপুর হাইস্কুল।
হবিগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়: হবিগঞ্জ জেলার সদর উপজেলার হাজী এমডি আলিম উদ্দিন হাইস্কুল, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুল, তাড়াপ হাইস্কুল, রামপুর হাইস্কুল, আশিরা হাইস্কুল, বাহুবলের ফতেহপুর আদর্শ হাইস্কুল, নবীগঞ্জের বনকাদিপুর আমজাদ আলী হাইস্কুল, বানিয়াচঙ্গের আমবাগান হাইস্কুল, রত্না হাইস্কুল, একতা হাইস্কুল, বিজিএম হাইস্কুল, ইকরাম নন্দপাড়া হাইস্কুল, আজমিরীগঞ্জের পশ্চিমবাগ হাইস্কুল, লাখাইয়ের ভবানিপুর হাইস্কুল, মুড়িয়াউক হাইস্কুল।
হবিগঞ্জের এমপিওভুক্ত হওয়া উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠান (কলেজ):হবিগঞ্জ জেলার সদর উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজ, বানিয়াচঙ্গের বানিয়াচং আইডিয়াল কলেজ, নবীগঞ্জের দিনারপুর কলেজ।
তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, সিলেট বিভাগে এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৮টি, মাধ্যমিক বিদ্যালয় ৯৭টি, উচ্চমাধ্যমিক (স্কুল ও কলেজ) ৯টি, উচ্চমাধ্যমিক (কলেজ) ৮টি এবং স্নাতক (পাস) ৭টি প্রতিষ্ঠান রয়েছে।
গেল বছরের ২৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিওভুক্ত হওয়া ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছিলেন। সে তালিকায় সিলেট বিভাগের ২৬৬টি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এর মধ্যে নতুন একটি যুক্ত হয়ে ১৮৯টি এবার এমপিওভুক্তির কোড পেয়েছে। বাকি ৭৮টি প্রতিষ্ঠান কোড পাওয়ার অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ৭৫টি মাদরাসা, ২টি ভোকেশনাল প্রতিষ্ঠান, ১টি কৃষি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
প্রসঙ্গত, এমপিও হলো ‘মান্থলি পেমেন্ট অর্ডার’। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা বাবদ সরকার যে অর্থ প্রদান করে, সেটাই হলো এমপিও।
/ মোসেউ