তালায় পানিতে ডুবে শিশুর অকাল মৃত্যু
সাতক্ষীরার তালায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
জানাযায়,সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর গ্রামের মোঃ ফারুক মোড়লের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩) রবিবার সকালে খেলা করার সময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে শিশুটির বাবা মাঝে সহ আত্নীয় স্বজনরা তাকে দেখতে না পেয়ে খোজা শুরু করে।
একটা পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
/ জহাসা