বোয়ালখালীতে ঝটিকা অভিযানে দখলমুক্ত ফুটপাত
বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা ও পৌর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দখলমুক্ত হলো ফুটপাত।
৪ মে (সোমবার) দুপুর ২ টার দিকে বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, পৌরসভার সামনের উপজেলার মূল সড়কের ফুটপাতটি কিছুদিন আগেই একবার উচ্ছেদ করার পর সরকার ঘোষিত সাধারণ ছুটি শুরু হওয়ার প্রথম দিকে ফুটপাথ ও রাস্তাটি খালি ছিল, কিন্তু সম্প্রতি আবারো অনেকে ফুটপাত দখল করে সবজি, মাছ, কাপড় সহ নানান জিনিস বিক্রয় করা শুরু করে।
দুপুরে অভিযান শুরু করলে অনেকেই ভ্যান রেখে পালিয়ে যায়, মোবাইল কোর্ট ভ্যান জব্দ করে পৌরসভা কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষের কাছে হস্তান্তর করে।
অভিযানের সময় সার্বিক সহযোগীতা করেন ক্যাপ্টেন মুবীন এর নেতৃত্বে ১৮ বীর ব্যাটেলিয়ান এর সদস্যবৃন্দ, পৌর কাউন্সিলর সুনীল বাবু, পৌরসভার কর্মচারীবৃন্দ।
সহকারী কমিশনার(ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ইতিপূর্বেও এ রাস্তাটি দখলমুক্ত করা হয়েছিল, আবারও দখলমুক্ত করা হল, ভবিষ্যতে যতবারই দখল হবে ফুটপাত ততবারই দখলমুক্ত করা হবে। এছাড়া ফুটপাতে ব্যবসা করা ব্যবসায়ীদের প্রয়োজনে সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে ব্যবসা কার্যক্রম পরিচালনার অনুরোধ করা হয়।
/ ইবা