রাজবাড়ীতে আরও ১জন করোনায় আক্রান্ত
রাজবাড়ীতে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত।
আক্রান্ত ব্যক্তি (৩০) রাজবাড়ী পৌরসভা এলাকার ৩নং বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা ও ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
গত কয়েকদিন পূর্বে জ্বর নিয়ে ঢাকা থেকে রাজবাড়ীতে আসার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তার দেহে করোনাভাইরাস ধরা পরে।
পরে রাজবাড়ী জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ আক্রান্ত ব্যক্তিকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করে।
মঙ্গলবার সকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডা.নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দুই দিনে ৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিলো তার মধ্যে একজনের দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। বাকিদের ফলাফল এখনো আসেনি।
/ আই