জাতীয়দেশব্যাপীরাজনীতিশিরোনামসর্বশেষসব খবর

‘কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন’

করোনা ভাইরাস পরিস্থিতি আগামীতে আরও কঠিন হওয়ার আশঙ্কা রয়েছে, তাই দলের সব নেতাকর্মীকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ৭ মে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, এই দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে।

দলের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী ও সংসদ সদস্যরা আওয়ামী লীগের পক্ষ থেকে সারাদেশের ৯০ লাখ ২৫ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা এবং নগদ আট কোটি ৬২ লাখ অর্থ সহায়তা দিচ্ছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এসব কর্মসূচি তৃণমূল পর্যন্ত অব্যাহত থাকবে।

এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *