দেশব্যাপীব্যবসা বাণিজ্যশিরোনামসর্বশেষসব খবর

চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু

চলতি বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যামে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার খাদ্য বিভাগের কর্মকর্তা এবং মিল মালিকরা এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর চলতি বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। একইসঙ্গে মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ চাল ও ৩৫  টাকা কেজি দরে আতপ  চাল সংগ্রহ করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সরকারি গুদামে জায়গা খালি থাকা সাপেক্ষে লক্ষ্যমাত্রার চেয়ে প্রয়োজনে আরও  বেশি ধান ও চাল কেনা হবে। এ ক্ষেত্রে কৃষক ও মিলারদের সর্বাত্মক  সহযোগিতার প্রয়োজন।’ একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ধান-চাল সংগ্রহের মাধ্যমে মজুত ত্বরান্বিত করারও নির্দেশনা দেন মন্ত্রী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বোরো মৌসুমে সারাদেশে সরাসরি কৃষকের কাছ থেকে ৮ লাখ মেট্রিক টন ধান, মিলারদের কাছ থেকে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও দেড় লাখ মেট্রিক টন আতপ  চাল এবং ৭৫ হাজার মেট্রিক টন গম সংগ্রহ করবে খাদ্য অধিদফতর।

সংগ্রহ অভিযান চলাকালে কৃষকরা সরাসরি গুদামে গিয়ে ধান ও গম বিক্রি করতে পারবেন। চাল সংগ্রহের জন্য মিলাররা খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। গুদামে ধান দেওয়ার সময় কৃষককে যেন কোনও ধরনের হয়রানির শিকার হতে না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী।

এর আগে গত ২৬ এপ্রিল হাওড় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ধান সংগ্রহ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *