সাতক্ষীরায় মসজিদের ভিতরে বৃদ্ধের আত্নহত্যা
সাতক্ষীরার তালায় মসজিদের ভিতরে বিলাত আলী মোড়ল (৬৫) নামের এক বৃদ্ধ ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
সে উপজেলার জেঠুয়া গ্রামের মৃত খোদাবক্স মোড়লের ছেলে।বৃহস্পতিবার (০৭ মে) সকালে এ ঘটনা ঘটেছে।এলাকাবাসী জানান, বিলাত আলী মোড়ল দীর্ঘদিন যাবত পেটে ব্যাথা রোগে ভুগছিলেন।
পেটের ব্যাথা সহ্য করতে না পেরে বাড়ির পাশে মসজিদের ভিতরে ফ্যানের সিলিং এ গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তার ঝুলন্ত নিথর দেহ মাটিতে নামায়।
তালা থানার ওসি মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিলাত আলী মোড়লের মরদেহের সুরতহাল শেষে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়া এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।