বেড়ায় সরকারি ৫০% ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান
পাবনা বেড়া উপজেলায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সরকারি উন্নয়ন সহায়তার আওতায় ২৮ লক্ষ টাকার মেশিন ৫০% ভর্তুকিতে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করা ইয়ানমার কম্বাইন হারভেস্টার মেশিন মাত্র ১৪ লাখ টাকায় বিক্রি করা হয়।
আজ শনিবার (০৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে মেশিনের চাবি কৃষকের নিকট হস্তান্তর করেন পাবনা-১ আসনের সংসদ সদস্য এ্যডঃ শামসুল হক টুকু। বেড়া কৃষি সম্পসারণ অধিদপ্তরের মাধ্যমে ক্রয় করেন উপজেলার কৈটোলা হরিরামপুর গ্রামের হেলাল উদ্দিন মোলার ছেলে জহুরুল ইসলাম (বিদ্যুৎ)।
এসময় উপস্থিত ছিলেন, বেড়া উপজেলার নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী, আরও উপস্তিত ছিলেন টুকুর বড় ছেলে আসিফ সাম (রঞ্জন), উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, কৃষি অফিসার মশকর আলী, কৃষি স¤প্রসারণ উপপরিচালক পাবনা, মোঃ আজাহার আলী। আরও উপস্থিত ছিলেন কৈটোলা ইউপি চেয়ারম্যান শওকত উসমান প্রমুখ।
কৃষি অফিস স‚ত্রে জানা যায় ইয়ানমার কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ১ ঘন্টায় প্রায় এক একর ধান/গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করা সম্ভব। এতে খরচ হবে ৭/৮ লিটার ডিজেল এবং চার ইঞ্চি পানির মধ্যে এ মেশিন ধান কাটতে পারবে।
এতে করে অল্প সময়ে প্রায় অর্ধেক খরচে কৃষকরা ধান/ গম কাটতে পারবে বলে বক্তারা বলেন অনুষ্ঠানের শেষ মুহুর্তে বেড়া কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ‘এক ইঞ্চি জমি অনাবাদী থাকবে না’ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার কৃষক কৃষাণীদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়।
/ শেতার