আল-মুসলিম গার্মেন্টস ১২০ সজ্জা বিশিষ্ট আইসোলেশন সেন্টার চালু করতে যাচ্ছে
সাভার প্রতিনিধি: সাভার উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আল মুসলিম গার্মেন্টস ১২০ সজ্জা বিশিষ্ট আইসোলেশন এবং হোম কোয়ারেন্টাইন সেন্টার নিজস্ব উদ্যোগে চালু করতে যাচ্ছে। আগামী ১৪ই মে বৃহস্পতিবারের মধ্যে এ সেন্টার চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ মতিন।
তিনি জানান, আমাদের ১২০ সজ্জা আইসোলেশন এবং হোম কোয়ারেন্টাইন সেন্টারের তত্বাবধানে থাকবেন ৩০ জনের একটি মেডিক্যাল টিম।তাদের মধ্যে চিকিৎসক থাকবেন ৪ জন । এখন থেকে আমাদের গার্মেন্টস শ্রমিকদের করোনা স্যাম্পল নিজস্ব চিকিৎসকদ্বারা সংগ্রহ করা হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিষয়ে সকল কারিগরি সহায়তা প্রদান করবেন।
উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান, উপজেলা হেলথ অফিসার এবং সাভার মড়েল থানার ওসি আজ শনিবার আল মুসলিম গার্মেন্টসের ১২০ সজ্জা বিশিষ্ট আইসোলেশন ও হোম কোয়ারেন্টাইন সেন্টারের প্রস্তুতি পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বলেন, আল মুসলিম গার্মেন্টসের আইসোলেশন এবং হোম কোয়ারেন্টাইন সেন্টারের প্রস্তুতি আসলেই প্রশংসার দাবিদার।আশা করি আল মুসলিম গার্মেন্টসের মত সাভার আশুলিয়ার সকল গার্মেন্টস উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত এবং সরকার ও বিজিএমই গৃহীত সকল স্বাস্থ্য সম্পর্কিত গাইডলাইন মেনে চলবেন।
/ মোইহো