দেশব্যাপীপরিবেশ ও সমাজশিরোনামসব খবর

চারঘাটে ইউএনও’র কাছে খাদ্য সহায়তা হস্তান্তর করেন আশা

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে করোনা সংকট মোকাবেলায় ক্ষতিগ্রস্থ, গরীব,দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের লক্ষে ২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হস্তান্তর করেছেন বেসরকারী সংস্থা আশা।

বুধবার সকাল সাড়ে দশটায় বেসরকারী সংস্থা আশা ইউএনও সৈয়দা সামিরার নিকট করোনায় ক্ষতিগ্রস্থ, গরীব,দুস্থ ও অসহায়দের পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের জন্য ২শ ব্যাগ ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ২কেজি ডাল, ১ কেজি লবন ও ১ লিটার তেল খাদ্য সামগ্রী হস্তান্তর করা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আশা রাজশাহী শাখার জেলা ম্যানেজার আজিম উদ্দিন, আরএম মিজানুর রহমান,এস,বিএম আখতারুজ্জামান,চারঘাট শাখার এস,এবিএম বাবুল আক্তারসহ সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।

/ নইবা

চারঘাট (রাজশাহী) করেসপনডেন্ট

Md. Nazrul Islam (Bachu) Email: bachucharghat24@gmail.com Mobile: 01712-130672 Fathers Name: Md. Ther Uddin Kobiraj Mother’s Name: Late Jhohura Begum Address: Charghat Sador, Word- 6, Charghat, Rajshahi 6270 Date of Birth: 23/10/1974 Educational Qualifications: BSc Experience: 13 years in Daily Jaijaidin & Sonardesh NID: Blood Group:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *