পাবনায় এমপি’র হাতে ৫ লাখ টাকার চেক দিলেন অনুকূলচন্দ্র আশ্রম
করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির জন্য আপোদকালীন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পাবনার শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম।
বুধবার (১৩ মে) বিকেলে পাবনা সদর আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের লাইব্রেরী বাজারস্থ ব্যক্তিগত কার্যালয়ে এমপির হাতে আশ্রমের সভাপতি ড. শ্রী রবীন্দ্রনাথ সরকার ৫ লাখ টাকার চেক তুলে দেন।
চেক প্রদানকালে উপস্থিত ছিলেন আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী তাপস কুমার রায়, উপদেষ্ঠা পরিষদের সদস্য সচিব ড. শ্রী নরেশ মধু, নির্বাহী পরিষদের সদস্য বলাই কৃষ্ণ সাহা, চিত্তরঞ্জন দাস, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহম্মেদ, এমপি’র ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান রকিসহ দলীয় নেতৃবৃন্দ এবং আশ্রমের অন্যান্যরা। সৎসঙ্গ আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী তাপস কুমার রায় বলেন, করোনা দ‚র্গতদের সহায়তায় আশ্রমের পক্ষ থেকে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লক্ষ টাকা অনুদান প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এছাড়াও করোনায় ৭০০ জন কর্মহীন অসহায়, দরিদ্র পরিবারে ত্রাণ সহায়তা প্রদান করেছেন।
/ শেতার